বুধবার, মার্চ ১২, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৌহিদী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

গণহত্যাকারী ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী তৌহিদী ছাত্র-জনতা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে বক্তারা বলেন, “১৬ বছর ধরে দেশের মানুষের ওপর অমানবিক জুলুম-নির্যাতন চালিয়ে যাওয়া আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

তারা বলেন, “আওয়ামী লীগের দমন-পীড়ন আজ বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘ তাদের প্রতিবেদনে দেখিয়েছে, কিভাবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। এছাড়া, ‘আয়নাঘর’-এর ভয়াবহতা বিশ্বের সামনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মুখোশ সম্পূর্ণ উন্মোচন করে দিয়েছে। তাই, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

বক্তারা আরও বলেন, “শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যা, ২০২১ সালের মোদী-বিরোধী আন্দোলনে তৌহিদী জনতার ওপর হত্যাযজ্ঞ, জুলাই গণহত্যাসহ ‘আয়নাঘর’-এর ভয়াবহতাকে সামনে রেখে আওয়ামী লীগ ও তাদের দোসরদের আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।”

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ী এলাকায় নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক মাওলানা ইউসুফ আহমাদের সভাপতিত্বে এবং জুলাই বিপ্লবে হাটহাজারী মাদরাসায় নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক আবরার কাউসারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও প্রকাশক আহমাদ রফিক, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, লেখক ও এক্টিভিস্ট ডাক্তার মেহেদী হাসান, বাংলাদেশ ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ, জুলাই বিপ্লবে হাটহাজারী মাদরাসায় নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক মুহাম্মাদ জিহাদ, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মুফতী আবু দারদা, জুলাই বিপ্লবে মাদরাসা ছাত্রদের অন্যতম সংগঠক কাজী মাযহারুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাহদী হাসান, মুহাম্মাদ হক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের পূর্ব গেটের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img