১০ দিন ব্যাপী আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের স্বতন্ত্র উচ্চতর শিক্ষা প্রকল্প আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট। কোর্সটি আগামী ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কোর্সটিতে প্রশিক্ষণ প্রদান করবেন দক্ষিণ আফ্রিকার প্রসিদ্ধ ক্বারী মুহাম্মদ যোবায়ের বারদাই, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব, ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী, মসজিদে নববী (মদিনা মুনাওয়ারা) সৌদি আরব এর সিনিয়র শিক্ষক ক্বারী মানজুর মাহফুজুর রহমান, কাতার ধর্ম মন্ত্রণালয়ের সাবেক ইমাম ক্বারী সাইয়েদ মাহফুজ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহকারী মহাসচিব বাংলাদেশের মাওলানা সাইদুল ইসলাম আসাদ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সদস্য মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী, এছাড়াও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও বিশ্বজয়ী হাফেজ সাহেবগণ।
এতে বলা হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কোরআনে কারীম তিলাওয়াত জানতে হবে। এবং সংগঠনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।
প্রশিক্ষণ গ্রহণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।
বিবৃতিতে বলা হয়, কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে ভর্তি ফি ও ১০ দিন থাকা-খাওয়া বাবদ ২৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা মাত্র) জমা দিতে হবে।
আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর লালবাগ পোস্তা মোড় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে।
+8801322350575, +8801876059105 ও 8801788808444
এছাড়াও @আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা – International Qirat Organization নামের ফেইসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন।
প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়- ৮৬ ওয়াটার ওয়ার্কস রোড পোস্তা মোড় লালবাগ ঢাকা ১২১১ Gmail– internationalqiratorg@gmail.com









