দক্ষিণ গাজ্জায় জাতিসংঘের একটি খাদ্য সরবরাহ কেন্দ্রে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় পাঁচ জনের বেশি মানুষের প্রাণ গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় এক জাতিসংঘ কর্মীও নিহত হয়েছে।
তবে ইসরাইল দাবি করেছে, তারা ওই হামলায় এক হামাস নেতাকে হত্যা করেছে। ইসরাইলী বাহিনীর দাবি মতে শহীদ ওই হামাস নেতার নাম আবু হাসনা। তিনি ইসরাইলী সেনাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেন বলেও দাবি তেল আবিবের।
এক বিবৃতিতে হামাসও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
হামাস বলেছে, আবু হাসনা গাজার পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। এই হামলাকে কাপুরুষোচিত বলে অ্যাখ্যা দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। হামাস দাবি করেছে এতে গাজার ত্রাণ বিতরণ ভয়াবহ সংকটে পড়বে।
নিহত পাঁচ জনের মধ্যে আরেক জনকে রাফাহর জরুরি সেবা কমিটির প্রধান বলে চিহ্নিত করেছে হামাস। আর জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সহায়তা সংস্থা জানিয়েছে, রাফাহ তাদের এক সেবা ইউনিটের প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। যে অঞ্চলে ২৩ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।











