মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে জুলানির বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্য সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আবু মুহাম্মাদ আল জুলানি। এই সফরে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠকও সম্পন্ন করেছেন আল জুলানি। এর আগে, তাকে বিমানবন্দরে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।

রবিবার (১৩ এপ্রিল) সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।

সানা আরও জানায়, এই সফরের উদ্দেশ্য ছিল “উভয় দেশের সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা।”

প্রতিবেদনে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদের সঙ্গে একটি বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আল জুলানির জন্য এটি প্রথম সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত সফর। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম সৌদি আরব সফর করেন তিনি।

এই সফরে তার সঙ্গে রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। আরব আমিরাত পৌঁছানোর পর এক এক্স বার্তায় তিনি বলেন, “আমরা আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের ভাইদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে চাই।”

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ইসলামপন্থী রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে ঐতিহাসিকভাবে দৃঢ় অবস্থান রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সিরিয়াতে গৃহযুদ্ধ শুরুর দিকে উপসাগরীয় রাজ্যটি আসাদ বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন জানায়। তবে পরবর্তীতে, দামেস্কে সুন্নি ইসলামপন্থী গোষ্ঠীগুলো ক্ষমতা নিতে পারে—এই আশঙ্কায় তারা আসাদ সরকারের দিকে ঝুঁকে পড়ে। তা সত্ত্বেও সাম্প্রতিক কিছু মিডিয়া রিপোর্ট বলছে, এই বছরের ফেব্রুয়ারিতে সিরিয়াতে আসাদপন্থীদের প্রতিবিপ্লবের সময় আল জুলানির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছিল আরব আমিরাত।

উল্লেখ্য, সিরিয়ার দায়িত্ব গ্রহণের পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল জুলানির প্রশাসন। যা দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কার্যকর ভূমিকা পালন করতে সহায়তা করবে।

সূত্র: নিউ আরব

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img