বুধবার, মে ১৪, ২০২৫

তুরস্কের আপেল বয়কট করল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা

spot_imgspot_img

সাম্প্রতিক ৪ দিনের যুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী ভারতকে মোক্ষম জবাব দিয়েছে পাকিস্তান। দিল্লিকে শায়েস্তা করতে পাক সেনাবাহিনীকে সাহায্য করেছিল তুরস্কের তৈরি অত্যাধুনিক সুইসাইড ড্রোন। আর তাই এবার তুরস্ক থেকে আমদানি করা আপেল বয়কটের সিদ্ধান্ত নিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।

মঙ্গলবার (১৩ মে) এমনটিই জানিয়েছে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে, পুনের এপিএমসি মার্কেটের একজন প্রধান ব্যবসায়ীর উদ্ধৃতিতে বলা হয়েছে, “আমরা তুরস্ক থেকে আপেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং পরিবর্তে হিমাচল, উত্তরাখণ্ড, ইরান এবং অন্যান্য অঞ্চল থেকে আপেল কেনা বেছে নিচ্ছি। এই সিদ্ধান্ত আমাদের দেশপ্রেমিক কর্তব্য এবং জাতির প্রতি সমর্থনের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

প্রসঙ্গত, প্রতি বছর ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার তুর্কি আপেল ক্রয় করে থাকে ভারতীয়রা। তবে এ বিষয়ে তুরস্কের ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

উগ্র হিন্দুত্ববাদীদের দাবি, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সময় ত্রাণ পাঠিয়েছিল ভারত। এজন্য তুরস্কের উচিত ছিল পাকিস্তানকে বাদ দিয়ে ভারতকে সমর্থন জানানো।

সূত্র: হিন্দুস্তান টাইম

সর্বশেষ

spot_img
spot_img
spot_img