রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

মসজিদে নববীর প্রবীণতম অভিভাবক আগা হাবীব ইন্তেকাল করেছেন

মসজিদে নববী-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণতম অভিভাবক আগা হাবীব মুহাম্মাদ আল আফারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বুধবার (১৩ জুলাই) আল আফারির মৃত্যুর খবর প্রকাশ করে মসজিদে নববি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে মসজিদে নববীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টুইটার পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের তালা খোলা ও লাগানো এবং মহানবীর ঘর পরিষ্কার করতেন।

বুধবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img