ঝড়ের গতিতে আফগানিস্তানের ১৮টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর মধ্যে রয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান সদস্যদের দেখতে মানুষ রাস্তায় বের হয়েছেন।
শুক্রবার (১৩ আগস্ট) ছিল কান্দাহার ও হেরাত নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম দিন। এ দিন তালেবান যোদ্ধাদের নিয়ে মানুষের মধ্যে কৌতুহল দেখা গেছে।
আফগানিস্তানের এ দুই শহরে সপ্তাহখানে ধরে লড়াই চলছিল। এর মধ্যে বৃহস্পতিবার (১২ আগস্ট) শহর দুটি নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।
শুক্রবার সকালে হেরাতের এক বাসিন্দা বলেন, তালেবান যোদ্ধাদের দেখার জন্য মানুষ রাস্তায় বের হয়েছেন।
তালেবানের এক মুখপাত্র বলেন, কান্দাহার সম্পূর্ণভাবে জয় করা হয়েছে। আমাদের যোদ্ধারা শহরের শহীদ চত্বরে পৌঁছেছে।
সূত্র: আলজাজিরা।