কাতারে আফগানিস্তানের রাষ্ট্রদূত ও তালেবানের সিনিয়র নেতা মাওলানা সুহাইল শাহীন বলেছেন, “ইমারাতে ইসলামিয়া ২৪শে জমরি (১৫ আগস্ট) সামরিক ক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও বিজয় অর্জন করেছে।”
তিনি বলেন, “এই বিজয় ছিল আফগানদের অতুলনীয় ত্যাগ, আত্মোৎসর্গ ও জিহাদী সংগ্রামের ফল।”
মাওলানা সুহাইল শাহীন আরো বলেন, “২৪শে জমরি (১৫ আগস্ট) ইমারাতে ইসলামিয়ার বিজয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার এক উৎকৃষ্ট উৎস।”
তিনি বলেন, “২৪শে জমরি (১৫ আগস্ট) সেই দিন, যেদিন ইমারাতে ইসলামিয়ার মুজাহিদরা বিজয় অর্জন করে দেশকে দখল থেকে মুক্ত করেছে এবং বিশ্বের পরাশক্তিকে পরাজিত করেছে।”
মাওলানা সুহাইল শাহীন বলেন, “আফগানিস্তানে ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর যুদ্ধের অবসান ঘটে, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অভূতপূর্ব প্রচেষ্টা শুরু হয় এবং আফগানিস্তান আত্মনির্ভরতার পথে দ্রুত পদক্ষেপ নেয়। গত চার বছরে ইমারাতে ইসলামিয়া বহু উন্নতি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করেছে।”
সূত্র : আরটিএ