রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

আইন অমান্য করায় সৌদিতে প্রায় ২৩ হাজার প্রবাসী গ্রেফতার

আলামিন ফারাজ |

সীমান্ত সুরক্ষা ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজার ৯৯৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার (১২ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর দিয়েছে গালফ নিউজ।

মূলত দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে গত ৩-৯ অক্টোবর সৌদির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২৬৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ২৩০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার ৪৯৪ জন রয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৭৮ জন। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৮০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৯ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img