শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন দিল দুষ্কৃতকারীরা

মানিকগঞ্জে গভীর রাতে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ তাবেজ খানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, ‘হলি চাইল্ড স্কুল ও কলেজ’-এর শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। এ সময় চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img