কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত নিহত হয়েছে। তারা হাম্বার কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। ফলে এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। গাড়িতে আগুন ধরে যায়।
কানাডার অনটারিও প্রভিন্সিয়াল পুলিশের সার্জেন্ট কেরি স্মিত বলেন, গাড়ির পেছনের আসনে যারা ছিলেন তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। সামনে চালকের পাশের আসনে থাকা নারীকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।