শুক্রবার, মে ১৬, ২০২৫

সরকারের ফাঁদ এড়িয়ে যাচ্ছে বিএনপি: খন্দকার মোশাররফ

spot_imgspot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখানোর পাশাপাশি হামলা চালিয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা। কিন্তু সরকারের ফাঁদে পা না দিয়ে তারা তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে হেয় করে বেশ কয়েকটি চ্যানেলের মাধ্যমে ভুয়া নিউজ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু জনগণ আশা করে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে পাল্টা কর্মসূচি দেয়া থেকে বিরত থাকবে তারা।’

তিনি বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে। বিএনপির আন্দোলনে ভীত হয়ে আবোল-তাবোল বকছে ক্ষমতাসীনরা।

রাজপথ বিএনপির দখলে আছে দাবি করে তিনি আরও বলেন, জনগণ ক্ষতিগ্রস্ত তাই আমরা রাস্তায় নেমেছি। আর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে লোক হাসাচ্ছে। ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দেয়া তাদের অসহায়ত্বেরই প্রমাণ। তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলেই এসব করছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img