শুক্রবার, মে ১৬, ২০২৫

নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস-জঙ্গিবাদীরা সক্রিয়: ধর্ম প্রতিমন্ত্রী

spot_imgspot_img

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী, সন্ত্রাস-জঙ্গিবাদীরা সক্রিয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে নরসিংদী আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধী, সন্ত্রাস ও জঙ্গিবাদী চক্র সক্রিয়। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচাল করে ক্ষমতায় আসতে চাইবে। চক্রটি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য সব সময় প্রস্তুত। তবে বাংলার জনগণ এখন সচেতন, এজন্য তারা সফল হতে পারবে না।

এ অনুষ্ঠানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মীয় নেতারা সুধীজনরা অংশগ্রহণ করেন। সব ধর্মাবলম্বী মানুষের মধ্যে পরস্পর সৌহার্দ-বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির করতে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নরসিংদীতে এ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img