বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: আল্লামা বাবুনগরী

ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ডুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।

তিনি বলেন, যুগে যগে যারাই ইসলামের বিরোধীতা করেছে তারা টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন ইসলামের বিরোধীতা করে উৎখাত হয়েছে। ইসলামের দুশমন আবু জাহেল নবীজির বিরোধিতা করতে করতে হারিয়ে গেছে। আবু জাহেলের খালাতো ভাই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নবীজিকে নিয়ে ব্যাঙ্গ করেছে, ভারতের মোদি মুসলামানদের গাজরের মতো কেটে কেটে হত্যা করেছে। তারাও টিকতে পারবে না। কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

সোমবার (১৫ মার্চ) বিকাল ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের স্টেডিয়াম মাঠে উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, যারা নবীর নামে কুৎসা রটনা করে বিরুদ্ধাচারণ করে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাসের মধ্য দিয়ে শাস্তির বিধান রাখতে হবে। হেফাজতের আন্দোলন ক্ষমতার জন্য নয়, বাংলার মাটিতে নবীজির সম্মান রক্ষার আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে রক্ত ঝড়াবে।

হেফাজতের দিরাই উপজেলা সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে মহা সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীল মাওলানা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল বাছির, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী,মাওলানা নুর উদ্দিন আহমদ, মাওলানা মুক্তার হোসাইন চৌধুরী, মাওলানা সোয়েব আহমদ, মুফতি সফিকুল আহাদ প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img