আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গীত জানিয়েছেন, আরব শীর্ষ সম্মেলন আগামী মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি জানান। এ সময় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিরও উপস্থিত ছিলেন।
আহমাদ আবুল গীত বলেন, আসন্ন শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যাতে অভাবী আরব অঞ্চলগুলিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বলেন, আরব দেশগুলোর উন্নয়নে অবদান রাখে এমন অর্থনৈতিক ধারণা ও উদ্যোগ গ্রহণ করা উচিত।
আবুল গীত বর্তমানে লেবানন সফরে রয়েছেন। সফর চলাকালীন সময়ে সৌদি আরব ও ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করতে সম্মত হয়। এ বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে সৌদি-ইরান শীর্ষ সম্মেলনের ফলাফল হল দুই দেশের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তার স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। যদিও এ অঞ্চলের সমস্ত ইস্যুতে এর প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর