বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (১৪ মার্চ) গাজ্জা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া গাজ্জার সাগর উপকূলে ইসরাইলি নৌবাহিনীর হামলায় এক ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন।

অন্যদিকে গাজ্জার দক্ষিণ রাফায় ইসরাইলি ট্যাঙ্ক এবং গানবোট থেকে গোলা ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলি বাহিনী দক্ষিণ-পূর্ব গাজ্জার আল-জায়তুন এলাকার পূর্ব অংশে ড্রোনের সাহায্যে হামলা চালালে চার ফিলিস্তিনি শহীদ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন একদল বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে। এছাড়া, ইসরাইলি নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করে ২২ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই শহীদের নাম মুহাম্মাদ রিয়াদ সিমায়, উপকূলে মাছ ধরাই ছিল তার পেশা। এছাড়াও, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজ্জার রাফা শহরে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলদার বাহিনী রাফাহ শহরের কেন্দ্রস্থলে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে, যার ফলে তারা আহত হয়েছে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করলেও ইসরাইল মাঝে মধ্যেই তা লঙ্ঘন করছে।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img