ওমরাহ ভিসার মেয়াদ কমিয়েছে সৌদি আরবের সরকার। আগে এই ভিসার মেয়াদ থাকত আরবি চান্দ্র বর্ষপঞ্জির একাদশ মাস জিলক্বদের ২৯ তারিখ পর্যন্ত। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলক্বদের ১৫ তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ ভিসার মেয়াদ কমানো হয়েছে ১৪ দিন।
রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ ভিসার মেয়াদ হ্রাস করা হয়েছে। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ হবে ১৫ জিলক্বদ পর্যন্ত।’
সূত্র : সৌদি গেজেট












