সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফাল যুদ্ধবিমান নিয়ে ব্যঙ্গাত্মক ও বিদ্রুপাত্মক পোস্ট দিয়ে ভারতীয় বিমান বাহিনীর সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারক। উপহাস মূলক পোস্টে তিনি বলেছেন, পাকিস্তানের কাছ থেকে ঘুষ খেয়ে নিম্নমানের যুদ্ধবিমান প্রেরণ করেছে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নির্মাতা কোম্পানি। যা চীনের সামরিক সরঞ্জামে খুব সহজে ধ্বংস হয়ে গেছে।
বুধবার (১৪ মে) সাবেক ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি মার্কণ্ডেয় কাটজু এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেন।
তিনি বলেন, “এসব কিছুই পাকিস্তানিদের কারসাজি। এই বদমাইশরা ডাসল্টকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ভারতকে নিম্নমানের জেট বিক্রি করতে রাজি করিয়েছে। যেগুলো যুদ্ধে চীনা বিমান দ্বারা ভূপাতিত হয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, কাটজুর এই পোস্টটি ভারতের রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে ঠাট্টা করে লেখা হয়েছে।
উল্লেখ্য, উসকানিমূলক ভাষা ও ভারতের প্রতিরক্ষা ক্রয় নিয়ে পরোক্ষভাবে সমালোচনার জন্য তার এই পোস্টটি অনলাইনে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।
সূত্র: জিও টিভি