ভারতের উত্তরপ্রদেশে সাতটি সীমান্তবর্তী জেলায় ২৮০টি ইসলামি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি দরগাহ এবং ছয়টি ঈদগাহ মাঠ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমা হিন্দুস্থান টাইমস।
স্থানীয় প্রশাসনের বিবৃতিতে দাবি করা হয়, এসব স্থাপনা নির্মাণের জন্য কোনো ধরনের বৈধ অনুমোদন নেওয়া হয়নি। যেসব জেলায় অভিযান চালানো হয়েছে, সেগুলো হলো—মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইচ, লাখিমপুর খেরি ও পিলভিট—যেগুলো নেপাল সীমান্তের নিকটে অবস্থিত।