শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোনালাপ; মুসলিম দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান

ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোনালাপ; মুসলিম দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলা না থামালে ইসরাইলকে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৫ জুন) ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান এ কথা বলেন।

ইসরাইল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেছেন যে, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ‘দৃঢ়তার সঙ্গে’ ইসরাইলি হামলার জবাব দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইরাকের আকাশপথ বন্ধে করে দেয়ার আহ্বান জানানো হয়েছে। যাতে করে ইরাকের আকাশ ব্যবহার করে ইসরাইল ইরানে হামলা চালাতে না পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img