‘৩৬ জুলাই নয়, ৫ আগস্ট হোক আমাদের স্বাধীনতা দিবস’ এমনটাই দাবি করেছেন দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সজিব হোসেন বলেন, ৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারে নেই। আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। ভবিষ্যতে বাতিল করাও সহজ হবে। তাই ৫ আগস্ট হোক সেই দিন, যেদিন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছিল এবং স্বৈরাচার মুক্ত হয়েছিল।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই মাস চলছে, কিন্তু জুলাই এখনো বিক্রি হচ্ছে। একদিকে চলছে একে অপরের দিকে আক্রমণাত্মক আচরণ, অন্যদিকে ক্রেডিটবাজির উৎসব। কে কতটুকু নিজের নামে নিতে পারে সেই চেষ্টায় ব্যস্ত সবাই। কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। এ নিয়ে তেমন কেউ কথা বলছে না, এমনকি ইন্টেরিম সরকারও না। শুধু কিছু প্ল্যাটফর্ম চেষ্টা করছে, কিন্তু এটি যথেষ্ট নয়। জুলাই যদি হারিয়ে যায়, বিপ্লবীদের অস্তিত্ব সংকটে পড়বে।
তিনি আরও বলেন, সরকার যদি সত্যিই আন্তরিক হতো, তাহলে এতদিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতো। শহীদদের তালিকা হতো, আহতদের সম্মানজনক স্বীকৃতি থাকতো, পরিবারগুলো পেত সম্মান। কিন্তু আজও কিছুই হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই ঘোষণাপত্র ইন্টেরিম সরকারকেই দিতে হবে এবং সেটি ৫ আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে, ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে; ৩৬ জুলাই নয়, ৫ আগস্টকে স্বাধীনতা দিবস করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে সজিব হোসেন বলেন, ইন্টেরিম সরকারকে ৩ আগস্ট পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে যদি ঘোষণা না আসে, ছাত্রজনতা রাস্তায় নামবে। আর তখন কি হবে, তা সামাল দিতে পারবেন না।