শনিবার | ১২ জুলাই | ২০২৫

চারপাশ থেকে কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান

spot_imgspot_img

ঝড়ের গতিতে আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করার পর এবার রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে তালেবান।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারপাশ থেকে তালেবান কাবুলে প্রবেশ করা শুরু করেছে।

কাতারের রাজধানী দোহায় অবস্থানকারী তালেবানের এক নেতার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কাবুলে যোদ্ধাদের সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে তালেবান। কেউ শহরটি ত্যাগ করতে চাইলে, তাদের এ সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান। এ ছাড়া নারীদের নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রোববার কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ নিয়ন্ত্রণে নেয় তালেবান। এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

সূত্র : আল জাজিরার ও রয়টার্স

সর্বশেষ

spot_img
spot_img
spot_img