বুধবার, মার্চ ১২, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যাল সভাপতি অপূর্ব গ্রেপ্তার

গোপন তথ্যে অভিযান চালিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অপূর্বকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ ফেব্রুয়ারি) অপূর্বকে বাড্ডা থানার তৌফিকুল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাড্ডা থানার সূত্র মতে, ২০২৪ সালের ১৯ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের প্রগতি সরণির রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত হন তৌফিকুল ইসলাম ভূঁইয়া। ওই ঘটনায় তার স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত অপূর্ব ওই মামলার সন্দিগ্ধ আসামি। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ তার অবস্থান নিশ্চিত করে এবং গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img