সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

ইয়েমেনের ৩ শতাধিক হুতি বিদ্রোহীকে মুক্তি দিলো সৌদি আরব

আবারও বন্দি বিনিময় করলো সৌদি ও ইয়েমেনের শিয়া সমর্থিত হুতি বিদ্রোহীরা।

শনিবার (১৫ এপ্রিল) ২য় দিনের মতো মুক্তি দেয়া হয় ৩ শতাধিক হুতি বিদ্রোহীকে। বিনিময়ে ছাড়া পান ১৬ সৌদি নাগরিক।

সৌদি বন্দিদের সাথে সুদানের তিন বন্দিকেও মুক্তি দেয় হুতিরা। রেডক্রসের তত্ত্বাবধানে শনিবার (১৫ এপ্রিল) সৌদি আরবের আভা থেকে ১২০ হুতিকে নিয়ে সানার উদ্দেশে রওনা দেয় প্রথম ফ্লাইটটি। এরপর আরও তিনটি ফ্লাইটে নেওয়া হয় বাকিদের। সানা থেকে ২০ বন্দিকে পাঠানো হয় সৌদি আরবে।

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) আরও ৩১৮ হুতি বিদ্রোহীকে পৌঁছে দেওয়া হয় ইয়েমেনের এডেন বন্দর ও সানায়।

২০১৪ সালে সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। পরের বছরে দেশটির সরকারকে সহায়তায় অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। যোগ দেয় সুদানও। সম্প্রতি সৌদি-হুতি আলোচনা শুরুর পর আট বছরের সংঘাতের অবসানে দেখা দিয়েছে আশার আলো।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img