বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

সিরিয়ায় অশান্তি সৃষ্টি করতে গেলে আগে তুরস্কের মুখোমুখি হতে হবে: এরদোগান

সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে প্রতিবেশী দেশ তুরস্ক। দামেস্কের স্থিতিশীলতা অর্জনে বাধা প্রদান করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

এরদোগান বলেন, “আমি স্পষ্ট করে বলছি- যারা সিরিয়ার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াবে, তারা সিরিয়ার সরকার ও তুরস্ক—উভয়েরই তীব্র বাঁধার সম্মুখীন হবে।”

সংবাদ সম্মেলনে সিরিয়াকে বিভক্ত করার সকল প্রচেষ্টার বিপরীতে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে সন্ত্রাসীদের জন্য এর সীমান্তে নতুন করিডোর খোলার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন।

এরদোগান বলেন, “যেভাবে আমরা সিরিয়াকে সন্ত্রাসী করিডোরের মাধ্যমে বিভক্ত হতে দেইনি, ঠিক সেভাবেই আমরা অন্য কোনো করিডোর দিয়েও দেশটিকে বিভক্ত হতে দেব না।”

তিনি বলেন, ৮ ডিসেম্বরের আগের অবস্থায় ফিরে যাওয়ার মতো কোন সম্ভাবনা নেই সিরিয়ার। ৮ ডিসেম্বরের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নতুন যুগের শুরু হয়েছে দামেস্কে।

এরদোগান আরও বলেন, একটি স্থিতিশীল ও শক্তিশালী সিরিয়া শুধুমাত্র দেশটির জনগণের জন্যই নয়, বরং এই অঞ্চলের প্রতিটি দেশের জন্য ইতিবাচক কল্যান বয়ে নিয়ে আসবো।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img