ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ।
তিনি জানান, গাজ্জা, লেবানন এবং সিরিয়ার কথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে।
বুধবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী।
বিবৃতিতে কাতজ বলেন, অতীতের মতো ইসরাইলি সেনারা যেসব অঞ্চল দখল করেছে সেসব অঞ্চলেই থাকবে। যে অঞ্চলগুলো ইসরাইল ও গাজ্জা, লেবানন ও সিরিয়ার কমিউনিটিকে ভাগ করেছে, সেখানে অস্থায়ী অথবা স্থায়ীভাবে সেনারা থাকবে।
প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর ইসরাইলি জিম্মিদের পরিবার একটি বিবৃতি দিয়েছে। যেখানে তারা বলেছে, সরকার কথা দিয়েছিল জিম্মিরা সবার আগে মুক্তি পাবে। কিন্তু জিম্মিদের মুক্ত করার আগে সরকার এখন ভূমি দখলকে প্রাধান্য দিচ্ছে। এই সমস্যার একমাত্র সমাধান হলো চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করে আনা। যদি এটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মাধ্যমেও হয়।
সূত্র: এপি