শুক্রবার, মে ২৩, ২০২৫

অবশেষে জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

spot_imgspot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবির প্রতি সাড়া দিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

অধ্যাপক ফায়েজ আন্দোলনস্থলে এসে বলেন, “সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়েছে।”

এর আগে, দাবি আদায়ের লক্ষ্যে আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর কাকরাইল মোড়ে অনশন কর্মসূচিতে অংশ নেন জবির শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গণঅনশনে বসেন।

বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ‘জবি ঐক্য’-এর ব্যানারে গণঅনশনের ঘোষণা দেন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

আন্দোলনে অংশ নেন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। অনশনে যোগ দেন সাবেক-বর্তমান অনেক শিক্ষার্থী, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img