শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

বুধবার (১৬ জুন) দুপুরে আদনানের স্ত্রী সাবিকুন্নাহার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান।

ত্ব-হার স্ত্রী সাবিকুন্নাহার সংবাদ সম্মেলনে বলেন, আমি শুধু তার সন্ধান চাচ্ছি। আপনারা (সংবাদমাধ্যম) আমাকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা আমার পক্ষ থেকে এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। আমি জানি, প্রধানমন্ত্রী চাইলেই অল্প সময়ের মধ্যে আদনানকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারবেন। আমার স্বামী যদি কোনো অপরাধে জড়িত থাকেন, তাহলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার করা হলে আমার কিছুই বলার থাকবে না।

তিনি জানান, ঢাকায় আসার পথে বেশ কয়েকবার তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আদনান জানিয়েছেন- গাড়ির পেছন থেকে দুইটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছে। সবশেষ গাবতলীর কাছাকাছি লোকেশন পাঠিয়েছেন। এরপর থেকে গাড়িতে থাকা সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আদনানের স্ত্রী বলেন, ঘটনার পরপর দারুস সালাম থানায় সারাদিন আমাদের লোক বসে ছিল। কিন্তু ঘটনার স্থল তাদের এলাকায় পড়ে না বলে তারা জিডি নেননি। তারা পল্লবী থানায় জিডি করার পরামর্শ দেন।

গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হন ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ চারজন। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রংপুর কোতয়ালি ও ঢাকার পল্লবীতে দুইটি সাধারণ ডায়রি করা হয়েছে।

জানানো হয়েছে, ডিবি ও র‌্যাবকে। এতেও কোনো হদিস মেলেনি। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আদনানের স্ত্রী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img