রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

চলতি হিজরী মাসে তাকমিল জামাতের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা

হিজরী চলতি মাসের শেষে ৩০ তারিখে (সম্ভাব্য ১০ কিংবা ১১ জুলাই) হাইয়াতুল উলইয়ার তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত জরুরী বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এতে হাইয়াতুল উলইয়ার প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খোলার বিষয়েও বিস্তর আলোচনা হয়। আলোচনা শেষে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা ও মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের জন্য তিন সদস্যের একটি টিম গঠন হয়েছে বলেও জানা গেছে।

টিমে থাকা সদস্য তিনজন হলেন, রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ