বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই ইরানের: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই। তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে।

সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা জানান।

মাসউদ পেজেশকিয়ান বলেন, শত্রুরা যদি মনে করে হত্যা, আক্রমণ আর গুপ্তহত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে— তাহলে তারা ভুল করছে। কারণ, একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর দাঁড়িয়ে যায়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে।

তিনি বলেন, ইরান আগ্রাসী কোনো রাষ্ট্র নয় এবং আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে। আমরা পারমাণবিক অস্ত্র চাই না। পশ্চিমারা বলছে, আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত না। কিন্তু আমরা এমন অস্ত্র পেতে চাই– এই দাবি একেবারেই ভিত্তিহীন। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার।

সূত্র: আল-জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img