বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

শুধু জুলাই-আগস্ট নয়, শাপলার শহীদদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে: মুফতী ফখরুল

spot_imgspot_img

বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতী ফখরুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের শহীদরাই শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট ও জালেমমুক্ত করেননি। এই দেশকে জালেম ও ফ্যাসিস্টমুক্ত করার আন্দোলনের বীজ বপন করেছিলেন শাপলা চত্বরের শহীদরা। তাই শুধু জুলাই-আগস্ট নয়, শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার মর্যাদা দিতে হবে। শহীদদের পরিবারের ভরণ-পোষণ ও আহতদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে।

আজ বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের স্মরণে’ বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফখরুল বলেন, দেশ স্বাধীন হয়েছে প্রায় এক বছর হয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে। চিরুনি অভিযানের মাধ্যমে প্রশাসনের সকল স্তরকে দালাল ও দোসর মুক্ত করতে হবে। না হলে শাপলা ও জুলাই-আগস্টের শহীদদের শাহাদাত মূল্যহীন হয়ে পড়বে।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর আলহাজ গাজী আব্দুর রহিম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আশিক আল আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img