মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয়: বৃটিশ প্রধানমন্ত্রী বরিস

spot_imgspot_img

আমেরিকার সাথে দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবান।এমন সময় আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার (১৫ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বরিস বলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। আমরা চাই না কেউ দ্বিপক্ষীয়ভাবে তালেবানকে স্বীকৃতি দিক।

জাতিসংঘ ও ন্যাটোর মতো সংস্থার মাধ্যমে আফগানিস্তানে একসঙ্গে কাজ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা সমমনা সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান চাই।

রোববার রাতে রাজধানী কাবুল নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। প্রায় দুই দশক ধরে আমেরিকা ও ন্যাটোর শত শত বিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তোলা আফগান বাহিনী কোন প্রতিরোধই সৃষ্টি করতে পারেনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img