বুধবার | ১৬ জুলাই | ২০২৫

তাজিকিস্তানে আশ্রয় না পেয়ে ওমানে গেলেন আশরাফ গনি; সেখানেও আশ্রয় পাবেন কিনা অনিশ্চিত

spot_imgspot_img

আফগানিস্তান ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে গিয়েছিলেন আশরাফ গনি, সেখানে আশ্রয় না পেয়ে ওমান যান আফগানিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট। তবে ওমান পৌঁছার পর সেখানে আশ্রয় পাবেন কিনা এই নিয়েও সন্ধেহ রয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলো জানিয়েছে, ওমানে আশ্রয় না পেলে শেষ পর্যন্ত আমেরিকা চলে যেতে পারেন আফগানিস্তানের পরাজিত এ প্রেসিডেন্ট।

দীর্ঘ দিন পর্যন্ত আমেরিকার নাগরিক ছিলেন আশরাফ গনি। ২০১৪ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার আগে, সেই নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে তার স্ত্রী এবং দুই সন্তান আমেরিকার নাগরিক। তাই শেষ পর্যন্ত গনি দেশটিতে আশ্রয় নিতে পারেন বলে জল্পনা চলছে।

জানা যায়, ওমানে আশরাফ গনির সঙ্গে আফগানিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ মুহিবও রয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img