সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-ছুমামা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার পরে দুর্ঘটনার শিকার হওয়া উড়োজাহাজটিতে থাকা প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন।
সৌদি আরবের এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরো (এআইবি) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় উড়োজাহাজটি নিয়ে আল-ছুমামা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন পাইলট। এর পাঁচ মিনিট পরই সেটি বিধ্বস্ত হয়।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৯ কিলোমিটারের দূরত্বে আল-ছুমামা বিমানবন্দরটি অবস্থিত।
সূত্র: আরব নিউজ