মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

ছোট ভাইয়ের মৃ’ত্যুতে ‘পিছে তো দেখো’ বলা আহমদ শাহর আবেগঘন স্ট্যাটাস

শিশুসুলভ আচরণ ও ‘পিছে তো দেখো’ বলার জন্য ভাইরাল হওয়া পাকিস্তানের সোশ্যাল স্টার আহমদ শাহর ছোট ভাই ওমর শাহ মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আহমদ শাহ নিজেই তার ইন্সটা আইডিতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানায়।

‘পিছে তো দেখো’ বলা এই পাকিস্তানি পাঠান শিশু তার ছোট ভাইয়ের ২টি ছবি দিয়ে ক্যাপশনে লিখে, “আমাদের পরিবারের ছোট উজ্জ্বল তারকা ওমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সবাইকে তাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় স্মরণ করার অনুরোধ জানাচ্ছি।”

এটি লেখার পর সে ক্যাপশনে ভগ্ন হৃদয়ের দুটি ইমোজি ও এর মাঝে অঝোরে কান্না মুখের একটি ইমোজি যুক্ত করে শোক ও বেদনার অনুভূতি প্রকাশ করে।

তার পরিবার সংবাদমাধ্যমকে জানায়, গত রাতে তাদের ছোট ছেলে ওমর শাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রচুর বমি হয়। বমির এক পর্যায়ে গলাও আটকে যায়। হাসপাতালে নেওয়া হলে তার ইন্তেকাল হয়।

আহমদ শাহের শিশুসুলভ স্বাভাবিক ও দুষ্টু আচরণের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলে সে বিশ্বজুড়ে আলোচনায় আসে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীগণ, তার ভিডিওগুলো ব্যাপকভাবে গ্রহণ করে। ‘পিছে তো দেখো’ বলা ভিডিওটি তন্মধ্যে অন্যতম। মৃত্যু বরণ করা তার ছোট ভাই ওমর শাহকেও বিভিন্ন ভিডিওতে দেখা যেতো। সেও শিশুসুলভ স্বাভাবিক ও দুষ্টু আচরণের জন্য তার ভাইয়ের ন্যায় জনপ্রিয়তা পেয়েছিলো। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে উভয়ে রমজানের একটি প্রোগ্রামেও দুই ভাই একসাথে অংশগ্রহণ করতো।

সূত্র: ডেইলি জাঙ্গ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img