শনিবার, মে ১০, ২০২৫

মোদির ঢাকা সফর চূড়ান্ত করতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

spot_imgspot_img

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্ত করতে ২৭ জানুয়ারি দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একই সঙ্গে তিনি সেখানে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৭-২৯ জানুয়ারি দিল্লি সফর করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সশরীরে ঢাকা সফরের আমন্ত্রণ জানাবেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লিতে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনাভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img