শনিবার | ২৩ আগস্ট | ২০২৫

তহবিলের অভাবে খাদ্য সংকটের মুখে রোহিঙ্গারা; জাতিসংঘের সতর্কতা

তহবিল সংকটের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী মার্চ মাসেই রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা ১৭ শতাংশ কমিয়ে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এর ফলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর।

আর যদি এপ্রিল মাসেও নতুন তহবিল জোগাড় না করা যায় তবে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় আরও কমানো হতে পারে। ফলে সংকট ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা করছে জাতিসংঘ।

সম্ভাব্য নতুন এ সংকটের বিষয়ে জাতিসংঘের দুজন বিশেষজ্ঞ মাইকেল ফাখরি ও টম অ্যান্ড্রুজ সতর্ক করেছেন। ফাখরি জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টার। আর অ্যান্ড্রুজ মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টার।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সাড়ে ১২ কোটি মার্কিন ডলার দরকার। ডব্লিউএফপি ওই তহবিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন করেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ মাইকেল ফাখরি ও টম অ্যান্ড্রুজ যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের জন্য খাদ্যের রেশন কমানো এড়াতে অবিলম্বে তহবিলের জন্য আবেদন করেছেন।

বাংলাদেশে আশ্রয় শিবিরে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা কমানো হলে বিপর্যয়কর পরিণতি সম্পর্কেও তারা সতর্ক করেছেন।

এই জাতিসংঘ বিশেষজ্ঞদের দাবি, রোহিঙ্গাদের খাদ্য জোগানের মতো মৌলিক অধিকার পূরণে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হলে তা মহাবিপর্যয় ডেকে আনবে। রমজানের আগে খাদ্য সহায়তা কমানোর এই ঘোষণা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

spot_img

সর্বশেষ

তারেক রহমান আর জয়ের মৌলবাদবিষয়ক বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, তারেক রহমান আর জয়ের মৌলবাদবিষয়ক বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য...

শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্র...

গাজ্জার শিশুরা আমাকে বলেছে, তারা মরতে চায় যেন জান্নাতে গিয়ে খাবার পায় : জাতিসংঘ কর্মকর্তা

গাজ্জায় দুর্ভিক্ষ নিয়ে সম্প্রতি যা ঘোষণা হয়েছে, তা অবাক করার মতো কিছু নয়, বরং বাস্তবতা আরও ভয়াবহ বলে মন্তব্য...

হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে “শানে রিসালাত সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত...
spot_img

এই বিভাগের

spot_imgspot_img