বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

নেদারল্যান্ডসের অস্ত্র মেলায় ইসরাইলকে নিষিদ্ধ ঘোষণা

নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিতব্য বার্ষিক প্রতিরক্ষা ও অস্ত্র মেলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রতিরক্ষা সংস্থাগুলিকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। তারা জানায়, গাজ্জা যুদ্ধ ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং সামাজিক অস্থিরতার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেদারল্যান্ডস ইন্ডাস্ট্রি ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের পরিচালক হ্যান্স হুইগেন জানান, চারটি ইসরাইলি কোম্পানি মেলায় বুথ নেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সবগুলোই প্রত্যাখ্যান করা হয়েছে।

তিনি বলেন, “গাজ্জার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে এর প্রভাব বিশ্বজুড়ে, ইউরোপে এবং নেদারল্যান্ডসেও সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমরা আশঙ্কা করছি, তাদের উপস্থিতি আমাদের মেলার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।”

এ সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ডাচ সরকার ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েশন চুক্তির কিছু অংশ স্থগিত করার দাবি জানিয়েছে। আয়োজকরা মনে করছেন, সরকার একদিকে নিষেধাজ্ঞা চাইছে, অন্যদিকে ইসরাইলি কোম্পানিদের মেলায় অংশগ্রহণ করতে দিলে তা দ্বৈত বার্তা দেবে।

ইসরাইলি কোম্পানিগুলি এর আগেও নিয়মিতভাবে রটারড্যামের এই মেলায় অংশ নিয়েছে। তবে গত বছর তাদের উপস্থিতি ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সে বছর আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা অনেক বাড়াতে হয়েছিল। এ বছর এই অস্থিরতা আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন তারা।

আয়োজক ফাউন্ডেশন জানিয়েছে, তারা ডাচ সরকারের কোনো চাপে নয়, নিজস্ব সিদ্ধান্তেই ইসরাইলি অংশগ্রহণ বাতিল করেছে। যদিও সরকারের সঙ্গে তারা বিষয়টি শেয়ার করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img