পাবনার ঈশ্বরদীতে আজ এ বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের আবহাওয়া সহকারী ফরমান আলী গণমাধ্যমকে বলেন, ঢাকার তাপমাত্রা রোববারের সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে আজ ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মাদ শাহীনুল ইসলাম বলেন, ঈশ্বরদীতে আজ এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের ও এই মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন থেকে সারা দেশে মাঝারি দাবদাহ তীব্র তাপপ্রবাহে রূপ নেয়।









