বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

আবারও এফ-৩৫ ভূপাতিত করার কথা জানিয়েছে ইরান

আবারও বিশ্বের ৫ম প্রজন্মের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করার কথা জানিয়েছে ইরান।

মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, আবার বিশ্বের ৫ম প্রজন্মের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করার কথা জানিয়েছে ইরান।

রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম নূর নিউজের খবরে একথা জানানো হয়।

এর আগে তেহরানে অবস্থিত দেশটির সরকারি রেডিও ও টেলিভিশন ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। অবৈধ রাষ্ট্রটির বিমানবাহিনী এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করে নেয়।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) ইরানে ভয়াবহ হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে দেশটির সামরিক-বেসামরিক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ৬ পরমাণু বিজ্ঞানী সহ ১০ এর অধিক শীর্ষ সামরিক ব্যক্তিত্ব নিহত হোন।

এর জেরে দেশটি তাদের রীতি মোতাবেক যুদ্ধের লাল পতাকা উত্তোলন করে। পরমাণু হামলার হুমকি দেয়। আমেরিকার সাথে পরমাণু শক্তি বৃদ্ধি ও প্রকল্প কেন্দ্রিক আলোচনা বাতিল করে। সেদিন রাতেই ইসরাইলের বিভিন্ন স্থান ও স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img