বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

উন্নত অস্ত্রে তীব্র হামলার নতুন ঢেউ শুরু, আরও বাড়বে আঘাত : ইরানের স্থলবাহিনীর প্রধান

ইসরাইলের বিরুদ্ধে এক নতুন ও তীব্র হামলার তরঙ্গ চালু করেছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং সেনাবাহিনীর স্থলবাহিনী এই হামলার নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা।

ইরানের স্থলবাহিনীর প্রধান কিয়োমারস হেইদারী বলেন, “সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর স্থলবাহিনী, নতুন ও উন্নত অস্ত্র ব্যবহার করে তীব্র এক হামলার তরঙ্গ শুরু করেছে এবং এই হামলা সামনের ঘণ্টাগুলোতে আরও তীব্র হবে।”

তিনি আরও বলেন, “আমরা উন্নত অস্ত্র দিয়ে শক্তিশালী হামলা শুরু করেছি এবং এটা আরও বাড়বে।”

ইরনা’র বরাতে জানা যায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইতোমধ্যেই ইসরাইলের দিকে “আরও শক্তিশালী” নতুন এক ব্যালিস্টিক মিসাইল হামলার তরঙ্গ শুরু করেছে।

সূত্র : আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img