শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

সৌদি আইনে নজিরবিহীন পরিবর্তন; আজানের পরও খোলা থাকবে দোকান-পাট!

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের নামে তথাকথিত ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছেন। বির্তকিত এ ভিশনের আওতায় এবার সৌদি আরবে ইসলামের ঐতিহাসিক রীতি আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করাকে বিলুপ্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয় সে দেশে এখন থেকে নামাজের সময়েও দোকান খোলা থাকবে। চলবে বেচা-কেনা।

শুক্রবার (১৬ জুলাই) সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে একটি পরিপত্র জারি করেন।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ।

এর আগে বির্তকিত ‘ভিশন-২০৩০’ এর নামে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি, নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল খুলে দেওয়ার অনুমতি দেন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img