শনিবার | ১২ জুলাই | ২০২৫

কাশ্মীরে গেরিলা হামলায় বিজেপি নেতা নিহত

spot_imgspot_img

ভারত দখলকৃত কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় হিন্দুত্ববাদী বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) বিকেলে দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন।

জানা যায়, গেলিলারা ওই বিজেপি নেতার বাড়ির বাইরে গুলিবর্ষণ করলে তিনি নিহত হন। ওই ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজেপি নেতার হত্যার বিষয়ে দলের মুখপাত্র আলতাফ ঠাকুর কুলগামে দলের নেতার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাভেদ আহমেদ দার দলের যুব নেতা এবং কুলগাম নির্বাচনী এলাকার দায়িত্বশীল ছিলেন।

তিনি হত্যাকারীদের ধরতে এবং তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img