বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইউক্রেন আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল

রাশিয়ার নির্বাসিত বিরোধী দল মস্কোর ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রোববার বার্লিনে প্রথমবারের মতো বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছে।

আজ রোববার (১৭ নভেম্বর) বার্লিন থেকে এএফপি এখবর জানায়।

বিক্ষোভ-মিছিলটির জার্মান রাজধানীর কেন্দ্রে গ্রিনিচ মান সময় ১৩০০টায় শুরু হবে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রুশ দূতাবাসের বাইরে গিয়ে শেষ হবে। নাভালনায়া সমাবেশের জন্য অন্য দুই বিরোধীদের সাথে যোগ দিচ্ছেন-প্রাক্তন মস্কো সিটি কাউন্সিলর ও দীর্ঘদিনের পুতিন বিরোধী প্রচারক ইলিয়া ইয়াশিন। এছাড়া, এতে ভ্লাদিমির কারা-মুর্জাও যোগ দিবেন। তাকে দুই বার বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইউক্রেন আক্রমণের নিন্দা ও সমালোচনা করার কারণে ইয়াশিন ও কারা-মুর্জা উভয়কেই কারাগারে পাঠানো হয়েছিল। চলতি গ্রীষ্ম মৌসুমে পশ্চিমাদের সঙ্গে বন্দী-বিনিময়ের মাধ্যমে এই দুই নেতা মুক্তি পান।

আয়োজকরা এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনমূলক যুদ্ধনীতি ও রাশিয়ায় রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, তাদের সবাইকে একত্রিত করা এই পদযাত্রার লক্ষ্য।’

বিরোধী দল বলছে, তাদের তিনটি প্রধান দাবি রয়েছে- ইউক্রেন থেকে ‘অবিলম্বে রুশ সেনা প্রত্যাহার’, ‘যুদ্ধাপরাধী’ হিসাবে পুতিনের বিচার ও রাশিয়ায় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি।

আসন্ন এই কর্মসূচি পুতিন বিরোধী আন্দোলনকে পুনরিজ্জিবিত করার প্রাথমিক ধাপ হিসাবেও দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img