শনিবার, মে ১৭, ২০২৫

মগজ ধোলাইয়ের পদ্ধতি বহাল রাখতে নতুন পাঠ্যবই সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

spot_imgspot_img

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি চিহ্নিত মহল শিক্ষার্থীদের ‘মগজ ধোলাইয়ের’ পদ্ধতি বহাল রাখতে নতুন পাঠ্যবই সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। নতুন বইয়ে যা নেই, ফটোশপে এডিট করে তা দেখানো হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা মগজ ধোলাইয়ের শিকার হবে না। তার ভাবতে শিখবে, পৃথিবীকে জানবে। তাদের সেই চিন্তা ও মননশীলতার জায়গাটা স্বাভাবিক রাখতে সরকার সবকিছু করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। এজন্য দরকার স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-পদ্ধতি সম্পর্কে তিনি আরও বলেন, আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে একটি পরীক্ষা গ্রহণ করা হবে। আগামীর বিশ্বে তাল মেলাতে বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। পাঠদানের পাশাপাশি পাওয়া জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যেতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img