বুধবার, মার্চ ১৯, ২০২৫

ভারতে ওয়াকফ বিলের বিরোধীতা করে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশ করেছেন ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে এই অগ্রহণযোগ্য বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।

সোমবার (১৮ মার্চ) দিল্লির জনতার মঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এআইএমপিএলবি নেতা মাওলানা ওবায়দুল্লাহ খান আজমি বলেন, সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের তাদের দানের সম্পত্তি ব্যবস্থাপনার অধিকার রয়েছে। কিন্তু এই সংশোধনী বিল বাস্তবায়ন করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় সরকার। তাদের এই পদক্ষেপ ভারতীয় সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।

তিনি জোর দিয়ে বলন, ওয়াকফ সম্পত্তি দখলের এই ষড়যন্ত্র সফল হবে না।

জামায়াতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকারের ওপর আঘাত হানে। শুধু তাই নয়, এই বিল সংবিধানের মৌলিক মূল্যবোধেরও পরিপন্থী।

প্রসঙ্গত, বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ- কংগ্রেস, সিপিআই(এম), এআইএমআইএম ও আপ-এর নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই বিলের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে, এআইএমপিএলবি জেডিইউ ও টিডিপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

উল্লেখ্য, সমগ্র ভারতবর্ষ জুড়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে জেগে উঠেছে মুসলিম সম্প্রদায়। কারণ এই বিল মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আঘাত হেনেছে। সংসদে বিলটি পাস করতে চাইলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুসলিম নেতারা।

সূত্র: দি অবসারভার পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img