পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় পেটের তাগিদে বিভিন্ন সময়ে কলকাতার বাঙালি মুসলমান শ্রমিকরা বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মতো রাজ্যে কাজ করতে যান। সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, বেঙ্গালুরুতে তারা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশী তকমা দিয়ে এসব ভারতীয় মুসলিমদের উপর আক্রমণ চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।
শনিবার (১৬ মার্চ) অল ইন্ডিয়া সেন্টার অব শ্রমিক স্বরাজের (এআইসিএসএস) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেঙ্গালুরুতে ১৩ জন মুসলিমকে হত্যা করা হয়েছে, যারা কলকাতা থেকে সেখানে কাজ করতে গিয়েছিল। সেই সঙ্গে ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন মুসলিম নারী, যারা সবাই ১৮ বয়সের নিচে। এছাড়াও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আরও ৪ জন মুসলিমকে।
গত ১৭ ফেব্রুয়ারি, এসব হত্যাকাণ্ডের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি পাঠিয়েছে বেঙ্গালুরুর একটি এনজিও।
এ বিষয়ে উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দায়ী করেছেন এপিডিআর নামে ভারতের অন্যতম মানবাধিকার সংগঠনের সম্পাদক রঞ্জিত সুর।
তিনি বলেছেন, বাংলার বহু শ্রমিক কাজের জন্য বাইরে যান। তবে সাম্প্রতিক সময়ে তাদের ‘বাংলাদেশি’ বলে টার্গেট করা হচ্ছে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তারা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। গণতান্ত্রিক দেশে এমন অগণতান্ত্রিক আচরণ চলতে পারে না।
সূত্র: দি অবসারভার পোস্ট