ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরত চলবে, কোনো মেয়াদ নেই।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না—এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।
সেনাবাহিনীর ওই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।
তিনি আরও জানান, রোববার দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনও আলোচনা হওয়ার বিষয়টি নির্ধারিত নেই।
উল্লেখ্য, টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার (১৮ মে) শেষ হওয়ার কথা। অনেকে ভেবেছিলেন, যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে।