সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইমরান খানের দেশব্যাপী আন্দোলন স্থগিত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত ঘিরে বৈশ্বিক অস্থিরতা দেখা দেওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার ঘোষিত দেশব্যাপী আন্দোলন আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। সেদিন আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানিয়েছেন তার বোন নোরিন নিয়াজি।

তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইমরান খান আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।’

সাংবাদিকদের সঙ্গে আলাপে নোরিন নিয়াজি আরও বলেন, ‘ইমরান খান মনে করেন, এই চ্যালেঞ্জিং সময়গুলোতে পাকিস্তানের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।’

তিনি বলেন, ‘বিশ্বপর্যায়ে যা ঘটছে, ইমরান খান সেসব সম্পর্কে অবগত এবং জাতীয় সংহতির ওপর জোর দিয়েছেন।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img