বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ইরানের এক বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো ইসরাইল

ইরানের রাজধানী তেহরানের ইমাম হুসাইন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

আজ বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা।

জানা যায়, বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠে। হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ছাড়া বুধবার ইরানের বিভিন্ন শহরে হামলা হয়েছে। এ হামলায় ৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল অস্ত্র তৈরির কারখানা।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, এ পর্যন্ত ইসরাইলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। তারা নিহতদের মধ্যে ২৩৯ জনকে বেসামরিক নাগরিক এবং ১২৬ জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img